Learn CV Writing

Categories: Self Development
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

CV এর পূর্ণরূপ Curriculum Vitae. সিভিকে বলা যায় একটি লিখিত জীবনী যা পাঠ্যক্রম অনুসারে লেখা হয়। সংক্ষেপে বলা যায়, একটি সিভি হচ্ছে একটি জীবনের কোর্স। সিভি চাকরির জন্য আবেদন করার সময় লিখিত একটি নথি। যার মাধ্যমে চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দেখা যায়। পাশাপাশি আপনার কাজের অভিজ্ঞতা, নানা দক্ষতা এবং প্রাসঙ্গিক অন্যান্য সকল বিষয়ে একটি স্পষ্ট ধারণা দেয়।

প্রাচীনযুগ বা কয়েক দশক আগেও সিভি ছাড়া, কারো অনুমতিপত্রের মাধ্যমে চাকরি পাওয়া গেলেও, বর্তমান বিশ্বে চাকরির বাজারে সিভি অত্যাবশ্যক। একটি সিভি কর্তৃপক্ষের সাথে প্রথম পরিচয়ের একটি স্ট্যান্ডার্ড মাধ্যম। চাকরিপ্রার্থীর ব্যাপারে ভালো ধারণা তৈরি করার প্রথম সুযোগ।

.

১৪৮২ সালে লিওনার্দো দ্যা ভিঞ্চি সর্বপ্রথম ডিউক অব মিলানের নিকট সামরিক প্রকৌশলী পদে চাকরির আবেদন করতে গিয়ে নিজের কর্মদক্ষতার বর্ণনা দিয়ে যে নথিপত্র তৈরি করেন সেটিই পরবর্তীতে সিভি নামে প্রচলিত হয়েছে।

একটা সিভির প্রথম এবং মূল উদ্দেশ্য হচ্ছে, প্রাথমিক ভাবে আপনাকে নির্বাচন করে পরবর্তী ধাপে পৌঁছানো। অর্থাৎ লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার দিকে ধাবিত করা। প্রাথমিক যাচাইয়ের পর সিভির গুরুত্ব খুবই সামান্য। আপনি নিজে যেখানে পৌঁছাতে না পারেন আপনার সিভি সেখানে পৌঁছে আপনার ব্যাপারে স্বচ্ছ ধারণা প্রদান করতে সক্ষম।

সিভি বাংলা ও ইংরেজি দুইভাবেই লিখতে পারেন। আপনার সিভি সবচেয়ে সুন্দর করে লিখতে পারেন আপনিই। নিজেকে আপনি নিজে যেভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন সেটা অন্য কেউ পারবে না। একটা সিভির দিকে চোখ বুলিয়েই আপনাকে পছন্দ করে ফেলতে পারে নিয়োগকারী। তাই সিভি লেখারও রয়েছে আলাদা সৌন্দর্য। এবং আপনি আপনার ব্যাপারে বলার সময় সিভিতে আপনি ব্যবহার করতে পারেন উৎকৃষ্ট কিছু ইংরেজি বা বাংলা শব্দ। গোছানো একটা সিভি পেপারই আপনার কাজের পরিচ্ছন্নতার প্রমাণ!

Show More

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet