Be Skilled

be skilled

তথ্যপ্রযুক্তির এ-যুগে দিন দিন প্রতিযোগিতা বেড়েই চলছে। স্কিল ডেভেলপমেন্ট ছাড়া এ-প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিল। জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মক্ষেত্রে উন্নতি এ-সবই এখন নির্ভর করে স্কিল ডেভলপমেন্টের উপর। যে যত বেশি স্কিল ডেভেলপ করবে, সে কর্ম ক্ষেত্রে ততো এগিয়ে থাকবে।

উচ্চশিক্ষা গ্রহনের পরেও, আজকাল বেকারের সংখ্যা বাড়ছেই। আবার চাকরি করলেও খুবই অল্প বেতনে চাকরি করা মানুষের সংখ্যাও কম নয়।

এর কারন কী? এর মূল কারন হলো নিজেকে স্কিলড করে না তোলা।

▪️কেনো স্কিল ডেভলপমেন্টে গুরুত্ব দিতে হবে? একটি সুন্দর গুছানো ক্যারিয়ার কে না চায়? তাই নিজের পছন্দের ক্যারিয়ারের সাথে মিল রেখে আমাদের উচিত স্কিল ডেভলপমেন্ট এর দিকে ফোকাস দেয়া। কারণ বর্তমান বিশ্বে প্রতিযোগিতার নানাক্ষেত্রে প্রতিযোগীর সংখ্যাও নেহাত কম নয়।

▪️স্কিল ডেভেলপমেন্টে কেন পিছিয়ে পড়ি আমরা? আমরা অন্যের সাফল্যে অনুপ্রাণিত হই অথবা ঈর্ষান্বিত হই। কিন্তু সে অনুপ্রেরণা আমাদের অন্তরে খুব স্বল্প সময়ের জন্য আলোড়ন তৈরি করে। পরক্ষণেই ভুলে যাই সব। মূলত, আমরা রেডিমেড সাফল্য পেতে চাই। কিন্তু কষ্ট ছাড়া কি সাফল্য সম্ভব? সফল হতে হলে প্রথমেই দক্ষতা অর্জন করে নিতে হবে।

▪️ কিভাবে শুরু করব? প্রথমে আপনার আগ্রহের বিষয়টি খুঁজে নিন। কী করতে আপনার ভাল লাগে, ক্যারিয়ার হিসেবে আপনি কোনটাকে চান, কোন কাজটা আপনার কম্ফোর্ট জোন ইত্যাদি। এরপর আপনার আগ্রহের বিষয়ে প্রচুর তথ্যসংগ্রহ করুন। তথ্যপ্রযুক্তির এ যুগে সব ধরনের রিসোর্সই সহজলভ্য। গুগল, ইউটিউব ঘাটাঘাটি করুন। কিভাবে কী শিখবেন প্ল্যান করুন।

▪️স্কিলের প্রকারভেদ: দুই ধরনের স্কিল থাকা উচিত।

১) সফট স্কিল

২) হার্ড স্কিল।

সফট স্কিল হল সেসব স্কিল যেগুলো আপনার ব্যক্তিত্বকে তুলে ধরতে সক্ষম। আর অন্যদিকে হার্ড স্কিল হল আপনার কাজের দক্ষতাকে বুঝায়।

▪️কী কী স্কিল ডেভেলপ করতে পারেন? আপনি আপনার কাজ বা আগ্রহের উপর নির্ভর করে স্কিল ডেভেলপ করতে পারেন। বর্তমান যুগে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও কিছু স্কিল জানা থাকলে কর্মক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়।

▪️খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ কিছু স্কিল হলো:

—Digital Marketing

— Graphics Designing

— Video Editing

— Content Writing

— SEO (Search Engine Optimization

— Web Designing

— Web Development etc.

এই স্কিলগুলো যেমন আপনাকে কর্মক্ষেত্রে এগিয়ে রাখবে, তেমনি এসব দিয়ে ফ্রিল্যান্সিং করে আপনি ঘরে বসেই আয় করতে পারবেন।

▪️কর্মক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিছু সফট স্কিল হলো:

— Communication Skill

— Fluent English Speaking

— Presentation Skill

— Leadership

— Listening skill etc.

এছাড়াও আপনার সৃজনশীলতা বাড়ানোর জন্য, অবসরে শখের বশে করতে পারেন কিছু ক্রিয়েটিভ স্কিল ডেভলপমেন্ট। যেমন: — Photography, Drawing, Calligraphy, Sketch, Cooking etc.

আপনার গড়ে তোলার প্রতিটি স্কিলই আপনাকে এগিয়ে রাখবে অন্যদের তুলনায়। তাই আমাদের উচিত নিজেদের স্কিল ডেভলপমেন্ট এর ব্যাপারে সচেতন হওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *